

সুমাইয়া শিলা,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় মহাসচিব সুমন সরদার এর সাথে বরগুনার আমতলী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ (২৬শে ডিসেম্বর) মঙ্গলবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর আমতলী উপজেলা শাখা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিএমএসএস এর আমতলী উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়কালে বিএমএসএস এর কেন্দ্রীয় মহাসচিব স্হানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি সাংবাদিকদের স্বার্থে একে অপরের পাশে থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান সেই সাথে তিনি আরও বলেন,সাংবাদিকদের স্বার্থে বিএমএসএস সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন, বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির,প্রচার সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সকাল এর সম্পাদক মীর দিনার হোসাইন,যশোর জেলা সভাপতি ও এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি নাসিম রেজা,আমতলী রিপোর্টার্স ফোরাম এআরএফ এর সভাপতি পারভেজ রানা, সাধারণ সম্পাদক শিলা সুমাইয়া,বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বিপ্লব চন্দ্র দাস,আমতলী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি মল্লিক সহ স্হানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বৃন্দ।