কাপাসিয়া গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলম আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথ সভা করেছে।
গত ২৮ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কবর জিয়ারত, পথ সভা ও উঠান বৈঠক করেন।
বেলাসী গ্রাম, রায়েদ বাজার, হাইলজোর বাজার, আমরাইদ বাজার,সহ বিভিন্ন স্হান পথ সভা ও গণসংযোগ করছে।
এ সময় উপস্থিত ছিলেন ঈগল প্রতিকের আলম আহমেদ, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক লীগ সাবেক সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নেতা হাবিবুর রহমান আকন্দ,
কাপাসিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান আরিফ, আইন উদ্দিন, আবদুর রশিদ সরকার,কাপাসিয়া ডিগ্রি কলেজ সাবেক ভিপি মাহাবুবুল আলম বাবলু, হাফিজুল হক চৌধুরী আইয়ুব , ওয়াজ উদ্দিন মোল্লা, আল-আমীন চেয়ারম্যান, জানে আলম কনক, মজিবুর রহমান আঙ্গুর, দীপক মজুমদার খোকন, শাকিল হাসান, রুহুল আমিন, জহিরুল ইসলাম রুবেল, আলমগীর হোসেন, সিদ্দিকুর রহমান রতন, কাজী হজরত আলী প্রমুখ।
আলম আহমেদ বলেন, আমার মামা বাংলাদেশ প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ স্মৃতি বিজরীত কাপাসিয়া রায়েদ ইউনিয়ন এসে খুবই ভালো লাগছে। আমি আপনাদের সন্তান। আগামী দিনে বিজয়ী হলে আপনাদের মতামতের ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।
আপর দিকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সিমিন হোসেন রিমি এমপি কড়িহাতা ও তরগাঁও ইউনিয়ন গণসংযোগ করেন।
এমপির পরিবারের লোকজন জেলা পরিষদের নির্বাচিত নারী সদস্য উম্মে কুলছুম শিল্পী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান মামুন ও আমির হামজার নেতৃত্ব আলাদা পচারণা চালিয়েন।