

শরিফ মিয়া জামালপুর,,
জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরীতে নৌকার সমর্থনে প্রচারনা সভা ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাপধরী ইউনিয়নের মন্ডলপাড়া বাজারে দলীয় কার্যালয়ে নৌকার প্রচারনা সভা ও গনজমায়েতে জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের ছেলে ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাভেদ মোশারফ রূপক বলেন ইসলামপুরের জনগন স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেয় না। ইসলামপুর উপজেলার মানুষ নৌকার পাগল। তিনি বলেন আগামীতে সাপধরীতে মডেল ইউনিয়ন বাস্তবায়িত হলে ইউনিয়ন বাসী আধুনিক সুযোগ সুবিধা পাবে। স্মার্ট বাংলাদেশের সাপধারী ইউনিয়নে কৃষিপণ্য পরিবহনে রাস্তাঘাট সহ অবকাঠামোগত উন্নয়নে সরকার আগামীতে বিশেষ গুরুত্ব দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
৭ ই জানুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল কে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সাপধরীবাসীকে অনুরোধ করেন তিনি।
এ সময় ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ শফিকুর রহমান শিবলী, উপ প্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েল, সদস্য ওয়ারেছ আলী,ইসলামপুর শহর যুবলীগের সাবেক সহঃ সভাপতি মোঃ জাকারিয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি রকিবুজ্জামান লাভলু,সাপধরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজ মন্ডল,ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন,শান্ত রানা উপস্থিত ছিলেন।