কেঁচি মার্কার গনসংযোগ হয়েছে


শরিফ মিয়া জামালপুর,,
জামালপুর ইসলামপুর পৌরসভা ৯ নং ওয়ার্ডে শনিবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় আবুল হাসেম ( খুকা), সোহেল ও মজনু নেতৃত্বে
শাহীনুজ্জামান শাহীনের কাঁচি মার্কায়
বিশাল এক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে মেয়র বাজার হইতে মোশারফগঞ্জ বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিন করেন এর শেষে বক্তারা বলেন, আগামী ৭ই জানুয়ারী কেচি মার্কা প্রতীকে ভোট দিয়ে এস.এম শাহীনুজ্জামানকে জয়যুক্ত করতে হবে। কেচি মার্কা বিজয়ী করে ইসলামপুর উপজেলাকে একটি আধুমিক ও স্মার্ট উপজেলায় পরিণত করা হবে। বেকার সমস্যা দূর, দূর্ণীতি,সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। তাই আগামী ৭ই জানুয়ারী নিজেদের মহামূল্যবান ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category