

শরিফ মিয়া জামালপুর :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পুল্যাকান্দী ব্রিজ বাজার সংলগ্ন এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে নগদ প্রায় ছয় লাখ টাকা এবং ১৭ ভরি স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা। ঘটনাস্থল পরিদর্শনের পর এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পুল্যাকান্দী ব্রিজবাজার সংলগ্ন জহিরুল ইসলাম (জল্লু) মণ্ডলের ছেলে রড-সিমেন্ট ব্যবসায়ী মো. মুরাদুজ্জামানের বাড়িতে গত রাত (মঙ্গলবার) আনুমানিক আড়াইটার দিকে মুখোশ পরা চারজন ঘরের দরজা ভেঙে ডুকে পড়ে।
তারা সবাইকে হাত-পা বেঁধে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ছয় লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় মুরাদের মা রাশেদা বেগম ডাক-চিৎকার শুরু করলে সবার মুখ বেঁধে ফেলে, তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এ সময় সেই ঘরে মুরাদুজ্জামানের মা তার স্ত্রী,বোন এবং দুই সন্তান ঘুমিয়ে ছিল।
বাড়ির মালিক মুরাদুজ্জামান জানান, মাঝরাতে দরজা ভেঙে ঘরে ঢুকে আমার হাত-পা বেঁধে ফেলে এবং তারা নিজেদের ডিবি পরিচয় দেয়।
তাদের বর্বরোচিত আচরণ দেখে আমার মনে হয়েছে, তারা ডিবির লোক না। তারা আমার ঘরে থাকা ১৭ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ছয় লাখ টাকা লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে আজ বুধবার সকালে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমান কান্তি চৌধুরী, মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার ক্লু উদ্ধারে ডিবি পুলিশ মাঠে নেমেছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, সেখানে যে দস্যুতা হয়েছে তাতে চারজন জড়িত ছিল বলে আমরা জানতে পেরেছি। সন্দেহভাজন হিসেবে সোহেল নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশ বিশেষভাবে কাজ করছে, আশা করি দ্রুত সব রহস্যের উদঘাটন হবে।