স্টাফ রিপোর্টার:
গাজীপুর -৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের পক্ষে ট্রাক প্রতীকে ভোট চাইলেন দুবাই থেকে বরমী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা নিতু প্রধান।তিনি তার ফেসবুক ও স্থানীয় শুভাকাঙ্খীদের দিয়ে ট্রাকের পক্ষে ভোট চান।
নিতু প্রধান বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইকবাল হোসেন সবুজ এর গত পাঁচ বছরে শ্রীপুর এখন উন্নয়নের মহাসড়কে।এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে সবুজ ভাই কে বিজয়ী করতে হবে। ট্রাকের বিজয় ঠেকানোর ষড়যন্ত্রের সকল অপচেষ্টা রূখে দিতে শ্রীপুর বাসী এখন ঐক্যবদ্ধ।
নিতু প্রধান আরো বলে ইকবাল হোসেন সবুজ ভাই এর রয়েছে সুবিশাল কর্মী বাহিনী বড় ঘরে মান অভিমান থাকতে পারে। তবে যে কোনো ক্রাইসেস মুহূর্তে সবুজ ভাইয়ের জন্য সবাই ঐক্যবদ্ধ। এই ঐক্যে ট্রাক মার্কার বিজয় সুনিশ্চিত হবে। (ইনশাআল্লাহ)।