রিপোর্টার ,কলিকাতা শম্পা দাস ও সমরেশ রায়:
আজ ৬ই জানুয়ারী শনিবার, পাতন্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের ভোট গ্রহণ শুরু হয় সকাল থেকেই, এই নির্বাচনে ৪৪টি আসনের মধ্যে, তৃণমূল দিয়েছে চুয়াল্লিশটি আসন, বিক্ষুব্ধ গোষ্ঠী দিয়েছে 16 টি আসন এবং বিজেপি দিয়েছে 41 টি আসন। । ভোট শেষ হলে দেখা যাবে, কে গঠন করবে এই সমবায়।
ভোট গ্ৰহন কেন্দ্রে করা পুলিশি নিরাপত্তা দেওয়া হয় এবং ভোটগ্রহণ পর্ব শেষ হয়। তার পাশাপাশি ভোট কেন্দ্র থেকে ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। যাহাতে কোনরকম অশান্তি সৃষ্টি না হতে পারে। এই নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষুব্ধ তৃণমূল নির্দল প্রার্থী লড়াই করে পাশাপাশি বিজেপি ও প্রার্থী দেয় ,এই নিয়ে সমিতির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়।
তবে নির্বাচন শেষে গণনার সময় বিক্ষিপ্ত উত্তেজনার সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ, তবে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে উভয় দলের লোকেরাও অশান্তি করলেও নিজেদের মধ্যে থামিয়ে রাখেন ভোট গণনা পর্যন্ত,,
করা নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা শেষে জানাজায় তৃণমূল পেয়েছে ২১টি আসন, বিজেপি ২১টি আসন, নির্দল পেয়েছে দুটি আসন, এবার ভাগ্যের পালা, ভাগ্য ফল বিচার হবে, কে করবে বোর্ড গঠন এবং কে হবে জয়ী, তার অপেক্ষাতেই রয়েছে প্রতিটি দল, ভাগ্য বিচারের আশায়। তবে উত্তেজনা উভয় দলের মধ্যে প্রচন্ডভাবে দেখা যায় । অপেক্ষায় রয়েছেন জানার জন্য।