

“””””””””””””””””””””””””””””””
বিশেষ প্রতিনিধি
আজ ১৬/০১/২০২৪ইং মঙ্গলবার ১১ঘটিকায় বাংলাদেশ হাইওয়ে পুলিশ প্রশাসন গাজীপুর, সালনা হাইওয়ে থানা, অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ থানা অফিসার হল রুমে স্হানীয় সাংবাদিক নেতৃবৃন্দ,শ্রমিক নেতা,বিভিন্ন গাড়ির চালক,বিশেষ করে অটোরিকশা, সি এন জি, বাস,ট্রাক,কভারভ্যান চালক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ দের খোলামেলা আলোচনা সভার আয়োজন করেন।
এস আই মোঃ সাইফুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াত শেষে খোলা মেলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ, যানযট মুক্ত হাইওয়ে সড়ক রক্ষায় হাইওয়ে পুলিশের উদ্যোগ নেওয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালনা হাইওয়ে থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু বকর সিদ্দিক এশিয়ান টিভি গাজীপুর প্রতিনিধি,সভাপতি গাজীপুর সদর প্রেসক্লাব, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এম সিরাজুল ইসলাম সিরাজ বাংলা নিউজ টেলিভিশন ও দৈনিক উন্মোচন পত্রিকা। সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর সদর উপজেলা, সম্মানিত কার্যকরি এক নং সদস্য গাজীপুর সদর প্রেসক্লাব। আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ নেতা মোঃ শাহীন মৃধা সভাপতি গাজীপুর সদর উপজেলা, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক গাজীপুর সদর প্রেসক্লাব, সাংবাদিক জাহাঙ্গীর সনজু, সিঃসহ-সভাপতি গাজীপুর সদর প্রেসক্লাব সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শতাধিক বিভিন্ন গাড়ির চালকবৃন্দ।এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি আবু বকর সিদ্দিক তার বক্তব্য যানযট মুক্ত হাইওয়ে সড়ক রক্ষায় হাইওয়ে পুলিশের উদ্যোগ কে অভিনন্দন জানিয়ে বলেন যানযট মুক্ত হাইওয়ে সড়ক রক্ষায় পুলিশ প্রশাসন, সাংবাদিক, গাড়ির চালক,সাধারণ জনগনের সম্পৃক্ততা, সহযোগিতা করার মন মানুষিকতা তৈরী করতে হবে, বিশেষ করে পুলিশ প্রশাসনের কিছু অসৎ কর্মকর্তা, কর্মচারীর ও সম্পৃক্ত রাজনৈতিক নেতার মাসিক মাসোহারা নেওয়া বন্ধ করতে হবে,আইনের শাসন প্রতিষ্ঠা করে হাইওয়ে সড়কের দুই পাশ্বে মেইন রাস্তার পাশে বিশেষ করে কভার ভ্যান,ট্রাক রেখে তেল চুরি করে খোলা বাজারে বিক্রি করে, এসব চুরিকরা তেলগুলো সন্ত্রাসী বাহিনীর লোকেরা ক্রয়করে রাস্তায় যে গাড়ী গুলো আগুন দিয়ে পোড়ায় তাতে চোরাই তেল ব্যবহার করে জালাও পোড়াও পরিস্থিতির সৃষ্টি করে, তাই তেল চুরি বন্ধ করার জন্য স্হানীয় পুলিশ প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। শ্রমিক নেতা মোঃ শাহীন মৃধা বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ প্রশাসন কে সহযোগিতা করার আশ্বাস দিয়ে সাধারণ শ্রমিকদের সুবিধা, অসুবিধার কথা উল্লেখ করেন। প্রধান অতিথির বক্তব্যে সমস্ত সমস্যার যানযট নিরসনে, বিভিন্ন প্রক্রিয়ায় যুক্তিসংগত সমাধান করার লক্ষ্যে চালক,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিক, সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন, প্রথমেই হার্ডলাইনে না গিয়ে বুঝিয়ে সুজিয়ে ভালো বাসা দিয়ে চেষ্টা করবো নচেৎ আমাকে আইনের আওতায় এনে ব্যবস্হা তো নিতেই হবে, তবে তিনি বলেন পুলিশ হলেও আমরা মানুষ, অটোরিকশা, ভ্যানওয়াল তাদের দুঃখ কষ্ট গুলো বুঝি,যখন দেখি তারা হাইওয়ে সড়ক ওভারব্রিজের নিচে পা তুলে গুমায়,মেইন সড়ক অটোরিকশা বা সি এন জি রেখে নিশ্চিন্তে চা সিগারট খাচ্ছে এদিকে রাস্তা জ্যাম হয়ে পড়ছে বা এক্সিডেন্ট করছে, নিয়মনীতি বালাই নেই তা হলেতো আর ছাড় দেওয়া সম্ভব নয়,আইনের আওতায় এনে কঠিন ব্যবস্হা নিতেই হবে। বুঝাব,অনুরোধ করবো যে কোন মুল্যে হাইওয়ে সড়ক নিরাপদ রাখতে, হাইওয়ে সড়ক পরিস্কার,পরিছন্ন রক্ষায় পুলিশ প্রশাসন জাগ্রত সদা প্রস্তুত। ইতিপূর্বে চালকদের খোলামেলা আলোচনা সুবিধা অসুবিধা নিঃসংকোচে বলার আহ্বান জানানো হয়, অনেক চালক তাদের মতামত সুবিধা অসুবিধার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, হাইওয়ে থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের মতামত, শুনে প্রতিকারের ব্যবস্থা করা হবে আশ্বাস দিয়ে খোলা মেলা আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন উপস্থিত সকলকেই চা নাস্তার দাওয়াত দিয়ে মেহমান দারির মাধ্যমে বিদায় করেন।