এস এম জহিরুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে ফার্নিচার ও ক্রোকারিজ এর দোকানের তালা কেটে কয়েকলাখ টাকার আসবাবপত্র লুট করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।
উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের পাশে আজিজ কেমিক্যাল কারখানার সামনে এ ঘটনা ঘটেছে। লুট হওয়া দোকানের নাম সূর্যদয় ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ১৬ জানুয়ারি রাত ০৩.৫৪ মিনিটে একটি মাহিন্দ্রো পিকাপ গাড়ী যোগে দোকানে আসিয়া তালা কাটিয়া মালামাল চুরি করেন। এসময় ৪ জন মুখোশধারী ব্যক্তিকে দেখা গেছে।
দোকানের মালিক টেপিরবাড়ি এলাকার হাসান আলীর ছেলে মো: রাসেল মাহমুদ। এব্যাপারে চুরি হওয়া মালামালের বর্ণণা দিয়ে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, ভোর ০৬ টার সময় ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বাহির হইয়া দেখি যে, দোকানের সাটার মিশানো এবং দোকানের সামনে কাটা পড়ে আছে।
চুরি যাওয়া মালামালের বর্ণনা: ৪ টি রেন্ডার, মূল্য ২১,২০০/- (একুশ হাজার দুইশত) টাকা। প্রেশার কুকার ১০ পিছ, মূল্য ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা।১৫ পিছ ইলেকট্রিক ক্যাটলি, মূল্য ১৪,২৫০/- (চোদ্দ হাজার দুইশত পঞ্চাশ) টাকা। ৫,২০০/- টাকা মূল্যের ৩ পিছ বড় ব্যাটারী চালিত খেলনা গাড়ী, মূল্য ১৫,৬০০/- (পনের হাজার ছয়শত) টাকা। রাইস কুকার ৩ টি, মূল্য ৯,৬০০/- (নয় হাজার ছয়শত) টাকা। ননষ্টিক ৩ টি, মূল্য ৭,২০০/- (সাত হাজার দুইশত) টাকা। ক্যাশ বাক্সে থাকা নগদ ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা। ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকার কোকারিজ মালামাল। সবমিলিয়ে ১,৫০,৮৫০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার আটশত পঞ্চাশ) টাকার মালামাল চুরি হয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজামান বলেন, চুরির বিষয়টি তিনি জানেন না। থানায় অভিযোগ করা হয়েছে এব্যাপারে কিছু জানেন? তিনি বলেন খোঁজ নিয়ে দেখবেন, অভিযোগ হলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।