শরিফ মিয়া জামালপুরঃ
আজ মঙ্গলবার আসছেন ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। তাঁর আগমনকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে জামালপুরের ইসলামপুর পৌর শহরজুড়ে। ধর্ম প্রতিমন্ত্রী থেকে পূণরায় মন্ত্রী পাওয়ায় আনন্দে ভাসছে উপজেলাবাসী।
মন্ত্রী আগমনকে কেন্দ্র করে গণসংবর্ধনা দিতে ইতিমধ্যে উপজেলা শাখা আ’লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রবেশ সড়কসহ শহর ও গ্রামের সড়ক গুলোতে রাজনৈতিক সংগঠন,ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন সাজ সজ্জায় বিশেষ গেট ও তোরণ নির্মাণ করা হয়েছে। প্রবেশ পথটি সেজেছে বর্ণিল সাজে।
সংবর্ধনা অনুষ্ঠানকে আরো আর্কষণীয় করে তুলছে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্তৃক প্রদত্ত সুদৃশ্য ব্যানার,দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা অভিনন্দন সংবলিত রঙ বেরঙরের বোর্ড। ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে তৈরি করা হয়েছে সুবিশাল মঞ্চ।
উপজেলা শাখা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন,চার বারের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সফল সভাপতি ফরিদুল হক খান দুলাল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে প্রতিমন্ত্রী থেকে পূণরায় ধর্মমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় এ অঞ্চলের মানুষ আনন্দিত।
তিনি আরো জানান, মঙ্গলবার ২৩ জানুয়ারী সড়ক পথে ইসলামপুরে আগমন করবেন মন্ত্রী। জামালপুর জেলা আ’লীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে ইসলামপুর উদ্দ্যেশে যাত্রা করবেন। দুপুরে উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে সদর আসনের আবুল কালাম আজাদ এমপি, দেওয়ান গঞ্জ,বকসিগঞ্জ আসনের নুর মোহাম্মদ এমপিসহ জেলা ও বিভিন্ন উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।