কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় ২০২৩-২০২৪ অর্থ বছরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত পেঁয়াজ প্রদর্শনীর কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ মার্চ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজার সংলগ্ন নীলকুঠির এলাকায় এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক কৃষিবিদ মো.রফিকুল ইসলাম খান।
উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কৃষিবিদ ডক্টর শৈলেন্দ্র নাথ মজুমদার , কাপাসিয়া উপজেলার অতিরিক্ত কর্মকর্তা
,সৈয়দ মোহাম্মদ শাকিল, কাপাসিয়া,সহকারী অধ্যাপক অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম মোক্তার প্রমুখ।
এ-সময় ইউপি সদস্য আমজাদ হোসেন, রানীগঞ্জ হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ফজলুর রহমান, বিডিপি বাতেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মনজুরুল আলম, উপসহকারী কর্মকর্তা হামিদা শিকদার,উপসহকারী কর্মকর্তা রায়হান,খন্দকার শাহাদাৎ হোসেন সেলিম, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোশারফ হোসেনসহ ইউনিয়নের শতাধিক কৃষক- কৃষাণী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।