

রনি আহম্মেদ, স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের ৮ টি গ্রামের যাতায়াত সুবিধায় একমাত্র প্রবেশ সড়কটি সংস্কার করে দিয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবক আরমান মোল্লা। ২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের নিয়ে এ সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। দীর্ঘবছর ধরে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি লেক থাকায় উপজেলায় গোয়ালপাড়া এলাকার সড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো। এতে আশপাশের ৮ টি গ্রামের লোকজন ৩ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো।
এ বিষয়ে আরমান মোল্লা বলেন, রূপগঞ্জ সদর থেকে পশ্বি সড়কের গোয়ালপাড়া এলাকায় রাজউকের লেক থাকায় স্থানীয় বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছিলো। তাই এ সড়কের সংস্কার কাজ করে দিয়েছি।এখন সবার যাতায়াত ভোগান্তি দূর হয়েছে। এ ধরনের ভালো কাজে যুক্ত থাকতে পেরে আমি আনন্দিত।
এ সময় সড়ক সংস্কার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাংবাদিক রিপন মিয়া,স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক মিয়া, মিলন মিয়া প্রমূখ।