

নজরুল ইসলাম,গাজীপুর:
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজা ও ভবানীপুর এলাকার দরিদ্র, দুঃস্থ ও অসহায়দের খুঁজে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্লাড সোসাইটি অফ বাংলাদেশ’ সংগঠনের সদস্যরা।
বৃহস্পতিবার বিকাল থেকে শুরু করে সন্ধ্য পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে ইফতার সামগ্রী প্রদান করেন। দুঃস্থ ও অসহায় ব্যক্তিরা ইফতার পেয়ে খুশি হয়ে আল্লাহর কাছে দুয়া করেছেন।
প্রতিষ্ঠাতা পরিচালক অমিত দাস বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের যেভাবে উর্ধ্বগতি তাতে দরিদ্র ও অসহায় মানুষ ঠিকমতো খাবার কিনে খেতে পারে না। সবকিছুই যেন তাঁদের ক্রয় সীমার বাইরে চলে গেছে। তাই পবিত্র রমজান মাসে যাতে তাঁরা একটু হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারে তাই আমাদের সামর্থ্যের মধ্যে এ ক্ষুদ্র আয়োজন করা হয়েছে। আমি যেহেতু হিন্দু পরিবারের সন্তান হয়েও রোজার মাসে ইফতার সামগ্রীর আয়োজন করেছি, তাই স্থানীয় কিছু লোক বিদ্রূপ করছে। আমাদের ইফতার সামগ্রী যারা পেয়েছেন সবাই অনেক খুশি হয়েছেন। আর এটাই আমাদের সফলতা।
তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে নিম্ন আয়ের মানুষদের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
এ কাজে সার্বিক সহযোগিতা করে, ব্লাড সোসাইটি অফ বাংলাদেশ সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক-২ রাকিব আহমেদ রায়হান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য রনি, মারুফ, শাকিব, সজীব, সাজিদ, রাকিব।
সংগঠনে ভাওয়ালগড় ইউপি ৪ নং ওয়ার্ড সদস্য আবেদ হোসেন বাবুল ও তার ছেলে জাহিদুল ইসলাম জাহিদদের সহায়তায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, ব্লাড সোসাইটি অফ বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০২৩ সালের পহেলা আগস্টটে সংগঠন টি করা হয়। এরপর থেকে রক্তদান সহ বিভিন্ন অসহায় মানুষদের সহায়তা করা হয়। বর্তমান সংগঠনটিতে তিনশর বেশি সদস্য সংখ্যা রয়েছে।