

শরিফ সিকদার, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধিঃ
ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যাশা ফাউন্ডেশন এর উদ্যেগে কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের গরীব ও অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) সকাল বিকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের বাঘিয়া বাজার মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি থেকে উপহার বিতরণ করেন প্রত্যাশা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষানুরাগী গোলাম মেহেদি।
বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুফিয়া বেগম, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সদস্য মেজবাহ উদ্দিন রাজু, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আইন উদ্দিন মাঝি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফরহাদ সিকদার।
সভাপতিত্ব করেন প্রত্যাশা ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান মনির।
সার্বিক তত্ত্বাবধানে প্রত্যাশা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহীন আলম।
সঞ্চালনা করেন প্রত্যাশা ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আল সাজিদ (নাহিদ)।
উপস্থিত ছিলেন প্রত্যাশা ফাউন্ডেশনের সহ সভাপতি আক্তার হোসেন মাঝি, সহ সভাপতি কাওসার ইসলাম, সহ সাধারণ সম্পাদক আইবুর মাঝি, সহ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, অর্থবিষয়ক সম্পাদক তারেক হাসান, সহ অর্থবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম মাসুম, প্রচার সম্পাদক পারভেজ হাসান, ত্রান ও দুর্যোগ সম্পাদক সফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, সদস্য রোমান সিকদার, পিয়াস,জাহিদ, আনাছ।
উপহার বিতরণ অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই সময় তরগাঁও ইউনিয়নের ১৫০ জন গরীব ও অসহারের মধ্যে আটা, চাল, ডাল, চিনি, ছোলা, মুড়ি, দুধ, সেমাই ও তেল বিতরণ করা হয়।