

এস.এম দুর্জয়:
সিয়াম সাধনার মাস রমজান আর এই পবিত্র রমজান মাস উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার (লোহাই) বাজার মাদবর বাড়ী মোহাম্মদীয় কওমি ও এতিমখানা মাদ্রাসার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার( ২৩ ই মার্চ)আবদার লোহাই বাজার মাদবর বাড়ী মোহাম্মদীয় কওমি মাদ্রাসার প্রাঙ্গণে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।প্রধান বাড়ী হাশেমী মসজিদের খতিব আল্লামা আইয়ুব আলী নূরানী (দাঃবাঃ)এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর জর্জ কোটের আইনজীবী ও বিশিষ্ট সমাজ সেবক এ্যাড.রাকিব চৌধুরী রাসেল,অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো:ওয়াহেদুজ্জামান মাস্টার।মাদবর বাড়ী মোহাম্মদীয় কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃমুফতি রফিকুল ইসলাম ও অত্র মাদ্রাসার নাজেমে তালিমাত মাওলানা হারুনুর রশীদের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন,জৈনা বাজার বায়তুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও:মুফতি হাসান মাহমুদ কাসেমি,অত্র মাদ্রাসার কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক সামিউল হাসান দুর্জয়,শ্রীপুর উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক ও অত্র মাদ্রাসার দাতা সদস্য মুহাম্মদ রুহুল আমীন খান,দৈনিক তরুণ কন্ঠের শ্রীপুর প্রতিনিধি ও দলিল লেখক মো: আকরাম হোসেন,অত্র মাদ্রাসার সদস্য হাফিজ উদ্দিন মাদবর,রিয়াদ,পারভেজসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।