স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
নিরাপদ পানির নিশ্চয়তার দাবীতে মানব বন্ধন ও নদীতে অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখা।
মানব বন্ধন, নদীতে অবস্থান কর্মসূচি ও নদীতে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের লাইসেন্সিং কর্তৃপক্ষের উপসচিব সেলিম রেজা।
এসময় তিনি তারর বক্তব্যে বলেন নিজেদের কাজ নিজেদের করতে হবে । কোথাও দূষণ কেউ করলে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে হবে। আমরা দেখবো কারা এ ধরণের দূষণের সাথে জড়িত। বাংলাদেশ নদী পরিব্রাজক দল, শ্রীপুর শাখার উপদেষ্টা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান আহাম্মাদুল কবীর বলেন যারাই অপরাধ করুক তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আরও দৃঢ় হবে। কিছু সফলতা আসলেও নদীকে তার অধিকার ফিরিয়ে দিতে আমাদের কাজ অব্যহত থাকবেই।
কবি, সাংবাদিক ও কথা সাহিত্যিক শাহান সাহাবুদ্দিন বলেন আমরা দেখেছি কতটা অথর্ব হয়ে বসে থাকে দায়িত্বরত ব্যক্তিরা। এই মানুষদের বিরুদ্ধেওে আমরা প্রতিবাদ চালিয়ে যাবোই।
কবি মিঠুন সিদ্দিকী বলেন আমার মনে হয় যারা নদীতে ময়লা ফেলেন তাদের পকেটে পকেটে ময়লাগুলো ভরে দিয়ে আসি।
মানব বন্ধন কর্মসূচিতে বক্তারা তুলে ধরেন কিভাবে নদ-নদীগুলো দূষিত হচ্ছে এবং এর ফলে কৃষিজ জমি থেকে শুরু করে নষ্ট ভূগর্ভস্থ্য পানিও । প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান বলেন আমরা বরমী বাজারের ময়লা ফেলা বন্ধে বণিক সমিতির সাথে মিটিং এ বসবো । যারা এ ধরণের দখল ও দূষণের মত অপরাধ করে তাদের আমরা ঘৃণা করবো এবং সামাজিকভাবে বয়কট করতে চেষ্টা করবো ।
সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি কলাম লেখক সাঈদ চৌধুরী। তার কথায় উঠে আসে কিভাবে পুরো বর্জ্য ব্যবস্থাপনা ধ্বংস হয়েছে এবং নদীগুলো শেষ হয়ে পরবর্তি প্রজন্ম পুরোপুরি পানি সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি গুরুত্বারোপ করেন একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যবহার বন্ধ করণের উপর এবং নদী দখল, নদীর মাটি কাটা ও পানি দূষণ কমিয়ে আনার উপর ।
পুরো অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পর্যটক শফি কামাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কলেজের সহকারি অধ্যাপক এমদাদুল হক, এ্যাডভোকেট রেজাউল করিম রেজা, শিক্ষক আশিকুর রহমান, রুহুল আমীন, রাজু ঢালী, শিশু লেখক মিসকাত রাসেল, নদী পরিবেশ কর্মী রাহাত আকন্দ, লেখক ও সমাজকর্মী নিতু চৌধুরী এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দলের অন্যান্য সদস্যগণ সহ বিভিন্ন পৃন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।