গাজীপুর প্রতিনিধিঃ
পল্লী সঞ্চয় ব্যাংক (সিবিএ) গাজিপুর জেলা কমিটি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ (সোমবার) বিকাল ৪ টার সময় পল্লী সঞ্চয় ব্যাংক গাজীপুর জেলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ঢাকা বিভাগের সিবিএ নেতা সজীব মাহমুদের সঞ্চালনায় গাজীপুর জেলা অফিসে দোয়া ও ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংক (সিবিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এনামুল হক এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক রোবেল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক বলেন,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী কল্যাণ পরিষদের ,লক্ষ্য ও উদ্দেশ্য সুস্পষ্ট।প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি,আশা করি পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারীদের স্বার্থরক্ষা করা হবে এবংতাদের অধিকার আদাই আমরা সোচ্চার থাকব।
তিনি আরোও বলেন, আমরা পল্লী সঞ্চয় ব্যাংকের সকল পদের জনবলের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাব।
বিশেষ আলোচকের বক্তব্যে, রুবেল হোসেন বলেন, আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি,আশা করি ইশতিহারের শতভাগ বাস্তবায়ন হব এবং বক্তব্য শেষে (সিবিএ) গাজীপুর জেলা কমিটিকে ধন্যবাদ দিয়েছেন এমন সুন্দর ইফতার আয়োজন করার জন্য।
দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র সহ সভাপতি সামছুল আরেফীন, সহ সভাপতি ইমন ফয়সাল,সহ সভাপতি আবুল কাশেম,সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ। আরও উপস্থিত ছিলেন গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার সভাপতি সাধারণ সম্পাদকসহ জেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।