নিজস্ব প্রতিবেদক :
বনাঞ্চলে জীববৈচিত্র্য সংরক্ষণ ও অগ্নি প্রতিরোধে উপকারভোগীদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা হয়েছে। রোববার ( ২৪ মার্চ) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর লুটিয়ারচালা এলাকায় ভাওয়াল রেঞ্জ ও জাতীয় উদ্যান রেঞ্জের বাস্তবায়নে এবং ঢাকা বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ এর আয়োজনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনায় স্থানীয় অধিবাসী ও সামাজিক বনায়নের আওতায় নিয়োগপ্রাপ্ত উপকারভোগীরা বনে আগুন প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন। এছাড়াও বনে অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে বন আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান বন কর্মকর্তারা।
এসময় ভাওয়াল রেঞ্জ ও জাতীয় উদ্যান রেঞ্জ এর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বন্যপ্রাণী জীব ও বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা, জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা কাজী মো. নাজমুল হক।
অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, রাজেন্দ্রপুর পশ্চিম বিট কর্মকর্তা কামরুজ্জামান মোল্লা, কবি লেখক শাহান সাহাবুদ্দিন, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সহ বিভিন্ন বিট কর্মকর্তা বন প্রহরী উপকার উপকারভোগী ও স্থানীয় নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা।
উল্লেখ্য, প্রতি বছর শেষ মৌসুমে শেষে ইংরেজি মাসের মার্চ থেকে মে পর্যন্ত পত্রঝরা শালবনের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অসতর্কতার কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডে বনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাস্তুচ্যুত হয় বনের পশুপাখি। বাধাগ্রস্ত হয় বনায়ন কার্যক্রম।