নজরুল ইসলাম,গাজীপুর:
গাজীপুর সদর উপজেলায় একটি বাসায় মরিয়ম আক্তার (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মরিয়ম ভাবানীপুর মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের ইন্টারমিডিয়েটে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর খাসপাড়া এলাকার হামিদুল এর ভাড়া দেওয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার করনশ্রী গ্রামের লাল মিয়ার মেয়ে। সে মা-বাবার সাথে স্থানীয় হামিদুল এর বাড়িতে ভাড়া থাকেন। নিহতের বাবা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মরিয়ম এর প্রায় বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সাথে মনোমালিন্য হয়ে থাকতো। বৃহস্পতিবার ইফতারের আগে তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়। পরে সকলের অজান্তে ভাড়াকৃত ঘরে গিয়ে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ভাওয়ালগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জব্বার জানান, কেন বা কি কারণে আত্মহত্যা করেছে এ বিষয়ে কিছুই জানা যায়নি। তবে গত বুধবার পুলিশের চাকরির জন্য গাজীপুর পুলিশ লাইনে গিয়ে রিটেন পরীক্ষা দিয়েছে। সেখানে একটি বিষয়ে পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে। এসব বিষয়ে মনোমালিন্য হয়েও আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইবরাহিম খলিল জানান, আত্মহত্যার করার কারণ পরিবারের লোকজন কিছুই বলতে পারে নাই। আমরা আত্মহত্যা কারণ উদঘাটনের জন্য তদন্ত করছি। এবং এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়া দিন রয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।