নজরুল ইসলাম,গাজীপুর:
বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা সাজাদুজ্জামান সজলকে ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যার প্রতিবাদে সোমবার মানববন্ধন করেছে গাজীপুরে কর্মরত ও প্রশিক্ষণ রত বনের কর্মকর্তা কর্মচারীরা।
২ রা এপ্রিল বিকেলে গাজীপুর মহানগর অবস্থিত শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারের এর আয়োজনে মির্জাপুর মাস্টার বাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহা সড়কের পাশে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বন্যপ্রাণী জীব ও বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম, পার্ক এন্ড সেঞ্চুরি ম্যানেজমেন্ট প্রশিক্ষক শিবলী সাদিক, কক্সবাজার মেধা কচ্ছপিয়া বিট কর্মকর্তা মুস্তাফিজুর রহমান সহ বিভিন্ন জায়গা থেকে আগত বন বিভাগের প্রশিক্ষনার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি সম্পদ রক্ষা করতে গিয়ে পাহাড়খেকোরা ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট করে বিট কর্মকর্তা মো. সাজাদুজ্জামান সজলকে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
এর আগেও আমরা দেখেছি, মহেশখালীর বন কর্মকর্তা ইউসুফকে হত্যা করা হয়। সেই হত্যার আজও কোন সুবিচার দেশবাসী দেখেনি। আজকে এই সাজ্জাদুজ্জান হত্যার বিচার যদি না করা হয় তবে এই ধরনের অপরাধীরা আরো বড় ধরনের অন্যায়ের সুযোগ পেয়ে যাবে।
বক্তারা আরও বলেন, বন বিভাগের জনবল বাড়ানোর পাশাপাশি তাদের আত্নরক্ষায় সরঞ্জাম দিয়ে শক্তিশালী বনাঞ্চল রক্ষার্থে সরকারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, ৩০ মার্চ রাতে কক্সবাজার জেলার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজলকে পাহাড় খেকোরা ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট করে নির্মমভাবে হত্যা করে। পরে পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও এখনো পলাতক রয়েছে ট্রাকচালক ও হেলপার।