

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা:
আজ ৪ঠা এপ্রিল, বৃহস্পতিবার, গ্রীষ্মের কাঠফাটা রোদে মানুষের জীবন যখন অতিষ্ঠ, এই রোদের মধ্যে যখন ট্রাফিক পুলিশরা তাদের ডিউটিরত এবং পথ চলতি মানুষের নাভিশ্বাস, এমনকি স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা,
ঠিক সেই সময় এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল , ডানলপ ট্রাফিক গার্ডের ট্রাফিক ইন্সপেক্টর সুরজিৎ চক্রবর্তীকে। তিনি ডিউটিরত ট্রাফিক পুলিশদের জন্য, এমনকি পথ চলতি মানুষদের জন্য, বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়ালেন, কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারে।
তিনি ট্রাফিক পুলিশদের হাতে জলের বোতল, লেবুর জল, বিস্কুট, ওয়ারিশ বিতরণ করলেন , শুধু ট্রাফিক পুলিশদের নয় ,পথ চলতি মানুষদের জন্যও একই ব্যবস্থা করলেন, এমনকি গাড়ির ড্রাইভার থেকে শুরু করে, স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা রাস্তার মধ্য দিয়ে যাওয়ার সময় তাদের হাতে এই সকল জিনিস তুলে দেন।
নিমতা সাব ট্রাফিক গার্ডে এই অভিনব উদ্যোগকে স্বাগত জানালেন ,পথ চলতি মানুষ এবং ডিউটিরত ট্রাফিক পুলিশেরা,
ট্রাফিক ইন্সপেক্টর সুরজিৎ বাবু জানান, যেভাবে গরম পড়েছে, তাতে শুধু পথ চলতি মানুষ নয়, আমাদের যে সকল কর্মীরা কাজ করেন তাদেরও নাভিশ্বাস হয়ে পড়ছে। তাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস আনতে এই উদ্যোগ।