গাজীপুর সদর প্রতিনিধিঃ
আসন্ন গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন মুহাম্মদ আতিকুজ্জামান আতিক । ইতিমধ্যে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। পাশাপাশি জনগনের ভালোবাসা ও সমর্থন দু’টো তেই বেশ সারা পাচ্ছেন। অপরদিকে অন্যন্য প্রার্থীদের তুলনায় আতিকুজ্জামান প্রচার ও আলোচনায় বেশ এগিয়ে আছেন। মাদক মুক্ত, সন্ত্রাস, ভূমিদস্যু ও চাঁদাবাজ মুক্ত একটি আধুনিক উপজেলা গড়তে সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
আতিকুজ্জামান দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পাড়ি জমান বিদেশে। নিজের মেধা ও কর্মদক্ষতায় বিদেশের মাটিতেও বেশ সুনাম অর্জন করেছেন। অতঃপর দীর্ঘদিন ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সদস্যের দায়িত্বে আছেন।
আতিকুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা স্মার্ট বাংলাদেশ গঠনের। তারই ধারাবাহিকতায় উপজেলা পরিষদ হবে আধুনিক ও স্মার্ট। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের প্রাপ্য সেবা পৌঁছে দিতে হবে তাদের দুয়ারে। একটি আধুনিক উপজেলা গঠনে কাজ শুরু করতে হবে প্রতিটি ওয়ার্ড পর্যায় থেকে। বিশেষ করে তরুন প্রজন্মের যারা আছে তারাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ এবং তরুণরাই হবে একেকজন উদ্যেক্তা।
তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতি দিতে না, কাজে বিশ্বাসী। আমি নির্বাচিত হলে উপজেলাটি হবে মাদক মুক্ত, সন্ত্রাস, ভূমিদস্যু ও চাঁদাবাজ মুক্ত। আমার কাছে এগুলোর কোন স্থান নেই। মানুষের জান মালের নিরাপত্তার স্বার্থে ও জনগণের কল্যানে নিজেকে জনগণের কাছে সমর্পণ করতে চাই। এছাড়া শিক্ষার ক্ষেত্রে মান উন্নিত করন, ইভটিজিং মুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ প্রতিরোধ, গরীব দুঃস্থদের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত একটি আধুনিক স্মার্ট উপজেলা রুপান্তরিত করতে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করছি। আগামী ৮ মে ভোট গ্রহন অনুষ্টিত হবে এবং দলমত নির্বিশেষে গাজীপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে সেই ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী।