ভালুকা উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বর্তা গ্রীন কফি হাউজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ৭১ এর মুক্তিযোদ্ধে শহীদ পরিবারের সন্তান উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মোঃ জজ মিয়ার সভাপতিত্বে এবং ইন্জিনিয়ার মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এম এস ইসলাম অপু সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ)। বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক বায়েজিদ সিদ্দিকী রিজভী প্রমুখ। এছাড়াও বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে এম এস ইসলাম অপু বলেন শুধু বঙ্গবন্ধু সৈনিক লীগ করলে হবে না, বঙ্গবন্ধুর আদর্শ লালন তথা ব্যক্তিগত জীবনে মাটি ও মানুষের কল্যাণে কাজ করে বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখতে হবে।