নজরুল ইসলাম,গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর পৌর কেওয়া এলাকায় জমি সংক্রান্ত মোকদ্দমায় হেরে যাওয়ার আশংকায় ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন কে কুপিয়ে মারাত্মক আহত করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার(৪ মার্চ)সকালে কেওয়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। হামলার ঘটনা আতিকুল ইসলাম,মো:মজনু,ও জসিম,রহমত আলী সরকার।
আহত আতিকুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বাদী আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বিবাদীরা যোগসাজশে পূর্ব পরিকল্পিত ভাবে আমার বাড়িতে আল-আমিন অজ্ঞাত ৪০/৫০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালায় এবং আমাদেরকে এলোপাতাড়ি ভাবে দা,ছুরি,লোহার রড,লাঠিসোঁটা দিয়ে আঘাত করে। আমাকে লোহার রড দিয়া মাথায় ও শরীরে এলোপাতাড়ি ভাবে মারতে থাকলে আমার ভাই মজনু আমাকে ফেরানোর চেষ্টা করে, আল আমিন আমার ভাই মজনুকে দা দিয়া মাথায় কোপ দেয় এবং হাতের কব্জির উপরে দা দিয়া কোপ দিয়ে রগ কেটে ফেলে এতে আমি আমার ভাই মজনু ও আমার ভাগিনা জসিম এবং আমার পিতা রহমত সরকারকে মারাত্মক ভাবে আঘাত করে। আমার ভাই মজনু হাসপাতালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।
সেই সাথে আমার জমিতে থাকা সাইনবোর্ড,বিভিন্ন ফলজ ও বনজ গাছপালা কর্তন করে।বাড়ির সদস্যকে হত্যার উদ্দেশ্যে প্রবেশ করে মারধরসহ হামলা চালায়।ঘরের ভিতর প্রবেশ করে জিনিস পত্র ভাংচুর সহ ব্যবসায়ীক পুঁজি ১লক্ষ ২০ হাজার টাকা নিয়া যায়। প্রশাসনের উর্ধতন কর্মকর্তার কাছে এর সঠিক তদন্ত করে বিচার এবং শাস্তির দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান এর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের বিষয়ে আমি এখনো জানিনা। আমার কাছে অভিযোগ কপি দেখে তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা গ্রহণ করব।