কাপাসিয়া ( গাজীপুর) প্রতিনিধি :
কাপাসিয়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে চিহ্নিত মাদক ব্যবসায়িদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মাদককে না বলুন ” ব্যানার হাতে প্রায় অর্ধশত এলাকাবাসী ও রাজনৈতিক, সামাজিক সংগঠন ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেছে।
গতকাল সোমবার কাপাসিয়া উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন তাজউদ্দীন আহমদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে মাদকদ্রব্য সেবন ও মাদক ব্যবসায়ীদের নির্মূলের দাবিতে একটি র্যালি বের করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইয়াবা ট্যাবলেটসহ মাদকের করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে সমাজ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবি নেতা জাহাংগীর হোসেন, সিপিবি কাপাসিয়ার সহ সম্পাদক ফরিদ মিয়া, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা মো. হেলাল মিয়া, প্রমুখ।