স্টাফ রিপোর্টার মোঃইসমাইল হোসেন নবী:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত হলো সিপিএল নাইট ক্রিকেট টুর্নামেন্ট। গত ১২ এপ্রিল ২০২৪ ইং তারিখে। স্থানঃ পারচৌপুকুরিয়া সর্দ্দারপাড়া। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর যুব সমাজের উদ্যোগে এক আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই সিপিএল নাইট ক্রিকেট টুর্নামেন্ট। রাজশাহী জেলার দুর্গাপুর থানার অন্তর্গত পারচৌপুকুরিয়া সর্দ্দারপাড়া গ্রামে অনুষ্ঠিত হয় এই ক্রিকেট খেলাটি। খেলাটি উদ্বোধন এবং পরিচালনা করেন সর্দ্দারপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুদ। এই খেলাতে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বিভিন্ন রাজনীতিবিদ, চাকুরীজীবি এবং বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ। এ-ই খেলাতে অংশগ্রহন করেছিলেন বিভিন্ন জায়গার অনেকগুলো দল। সকল দলের মধ্যেই খেলা অনুষ্ঠিত হয়।আর এইভাবে খেলতে খেলতে সকল দলকে হারিয়ে ফাইনালে এসে পৌছায় দুটি দল, আর সেই দল দুটির নাম হলো ফাইভ স্টার দল এবং একতা সংঘ। দুই দলের লড়ালড়ির মধ্যে দিয়ে জনগন উপভোগ করে এক সুন্দর মনোরঞ্জন খেলা। অবশেষে এই খেলায় চ্যাম্পিয়ন হয় একতা সংঘ এবং রানারআপ হয় ফাইভ স্টার দল। একতা সংঘে অংশগ্রহন করেনঃ রবি,তুহিন,সানোয়ার, পলাশ,সুলতান,মাজহারুর,জনাব,রাহিন,হাসান,জিদনি,রনি ও আকাশ। আর ফাইভ স্টার দলে অংশগ্রহন করেনঃ নবী, আনোয়ার, রাজ্জাক, রুবেল,হিমেল, শুভ,রিদয়,ইমন,উমর,সাজাহান,শাহিন কুদ্দুস। এই দুটি দলের খেলা সকল শ্রেণীর মানুষ অনেক রাতভর উপভোগ করেন। এবং পরিশেষে সকল মানুষ হাসিমুখে মাঠ থেকে বিদায় নেয়।