রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা;
১৩ই এপ্রিল শনিবার, বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির সহযোগিতায়, বাগবাজার দুর্গোৎসব প্রাঙ্গনে একটি সুন্দর ১লা পার্বণ ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, এই প্রদর্শনী ও অনুষ্ঠানের শুভ সূচনা হয় ১২ই এপ্রিল দুপুর ১২ টায়।
এই অনুষ্ঠান চলবে ১২ ই এপ্রিল থেকে ১৪ ই এপ্রিল পর্যন্ত, প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত, এই অনুষ্ঠানে রয়েছে নাচ গান আড্ডা হুল্লোর ও খাওয়া দাওয়া, এই তিনটে দিন সকলকে আনন্দ দিতে এবং খাদ্য রসিকদের মুখের স্বাদ পাল্টাতেই এই প্রদর্শনী, শুধু তাই নয় রয়েছে সোনাঝুড়ি শিল্পীদের হাতের তৈরি সামগ্রী, ফুড স্টল থেকে শুরু করে অন্যান্য সামগ্রীর আয়োজন।,
এই অনুষ্ঠানে প্রায় ৩৭টি স্কুলের ছেলে মেয়েদের নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং বিচারকদের বিচারে তাদের হাতে সম্মান ও মানপত্র তুলে দেওয়া হচ্ছে।,রয়েছ অঙ্কন প্রতিযোগিতা, এছাড়াও রয়েছে প্রতিদিন শিল্পীদের গানের অনুষ্ঠান ও নববর্ষের আড্ডা, রয়েছে বাংলা ব্যান্ডের প্রতিযোগিতা, প্রতিদিন উপস্থিত থাকছেন সম্মানীয় অতিথিরা , থাকছি বিভিন্ন ডিবেট, রকম মিলিয়ে বাঙালির মনে একটা আলাদা জায়গা করে দিয়েছে এই বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব।, রাত পোহালেই নববর্ষ ১৪৩০ হন, একি সাথে আগামীকাল এই মেলা প্রাঙ্গণে মেতে উঠবে বাঙালিরা বিভিন্ন অনুষ্ঠান ও প্রভাত ফেরির মধ্য দিয়ে।
এই উৎসবের কর্মকর্তারা জানালেন ,এ বছর আমরা প্রথম শুরু করেছি, এটা করার ভাবনা আমাদের অনেক দিন ধরে চলছিল, এপার বাংলার ,ওপার বাংলাকে জুড়েই আমাদের এই অনুষ্ঠান, আর সকল বাঙ্গালীদের মনে একটু আলাদা স্বাদ আনতেই আমাদের আয়োজন, কৃতজ্ঞ যাহারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, কৃতজ্ঞ সেই সকল স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে ,যারা এই প্রচন্ড গরমেও আমাদের মেলা প্রাঙ্গণকে ভরিয়ে তুলেছেন সুন্দর নেটটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিয়ে, তবে আমরা এবারে ছোট করে করার চেষ্টা করেছি আগামী দিনে আমরা আরো বড় করে করার চেষ্টা করব যাতে আরো বেশি ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারে, আমাদের চলার পথকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, আর বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক যেন আরো সুন্দর হয়ে উঠে এই কামনাই করি।