তপন দাস নীলফামারী প্রতিনিধি:
প্রাচীন যুগ থেকে অবহেলিত হয়ে পড়ে থাকা নীলফামারীর নীলকুঠির ঐতিহাসিক মাঠটি অবশেষে নিজ উদ্যোগে সংস্কার করছে নীলফামারীর নটখানা ক্রীড়া সংঘ এবং নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা। প্রায় অর্ধ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে এই ঐতিহাসিক ক্রিকেট মাঠ টি, মাঠটিতে তৈরি করা হয়েছে উন্নত মানের পিচ সংস্কার করা হয়েছে মাঠের চারপাশ ভরাট করা হয়েছে মাঠের থাকা ছোট বড় গর্ত ।
মাঠ সংস্কার বিষয়ে স্হানীয় কয়েকজন ক্রীড়া প্রেমিক বলেন এই মাঠটি নীলফামারী জেলার একটি ঐতিহ্য বাহী মাঠ এই মাঠ টিতে খেলা করে অনেকে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছে তবে মাঠ টি দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পড়ে ছিলো তবে নীলফামারী মডেল কলেজে অধ্যক্ষ গোলাম মোস্তফার অক্লান্ত পরিশ্রমে এবং তার দেয়া ভিন্ন দিকনির্দেশনায় অবশেষে মাঠটি সংস্কার করায় আমরা আনন্দিত কারন আমাদের শিশুরা এই মাঠে একটু খেলতে পারবে । এবং এলাকার যুবকদের মাদক এবং জুয়ার হাত থেকে রক্ষার জন্য মাঠটি কে সংস্কার করে খেলার উপযুগি করা খুব জুরুরি হয়ে পড়েছিলো এখন যেহেতু মাঠটি সংস্কার করা হচ্ছে সে ক্ষেত্রে এলাকার যুবকদের মাদক এবং জুয়ার হাত থেকে রক্ষা করা যাবে এবং নীলফামারীর এই ঐতিহাসিক মাঠটিকে সংস্কার করার জন্য যদি কোন প্রতিষ্ঠান বা কোন ব্যক্তি আর্থিক সহযোগিতা করে তবে মাঠ টিকে আরো সংস্কার করা হতো
মাঠটি সংস্কারে সরিক হতে ০১৩০৮১৮৬৬১১ এই নাম্বারে সাহায্য পাঠাতে পারেন পারসোনাল বিকাশ।