কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মোটরসাইকেল এর প্রার্থী এড মো আমানত হোসেন খামের পক্ষে কাপাসিয়া উপজেলার বর্তমান ও সাবেক ১১ চেয়ারম্যান নির্বাচনী মাঠে ব্যাপক ভাবে কাজ করছেন। আজ প্রচারণার দ্বিতীয় দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঠে ও বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখছেন এবং ভোট প্রার্থনা করছেন।
টোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী সভাপতি এমএ জলিল, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, চাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী সভাপতি মিজানুর রহমান মাস্টার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তৈয়ব আলী ভুইয়া,সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাহাদাত হোসেন মাস্টার, তরগাও ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ, আবুল হাসেম, সিংহশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন আল-আমীন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী ও গিয়াসউদ্দিন, ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহীনুর আলম সেলিম।
সাবেক ও বর্তমান চেয়ারম্যানরা জানান,আমরা একজন সফল জনপ্রিয় ও ধার্মিক লোকের পক্ষে কাজ করছি। আশা করি আগামী ৮ মে আমাদের প্রার্থীবিপুল ভোটে বিজয়ী হবে।