মতিন গাজী (স্টাফ রিপোর্টার)
যশোরের অভয়নগর উপজেলার, প্রেমবাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত “ইউনিটি ব্লাড ব্যাংক”।
এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন যাবৎ অসহায় দুস্থ মানুষের মাঝে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ (২মে) বৃহস্পতিবার বেলা ১১টা থেকে তীব্র গরমের ভেতরে পথচারীদের মঝে একটু স্বস্তির লক্ষ্যে প্রায় ২ হাজার লোকের ভেতরে ফ্রি শরবত বিতরণ করেছেন।সংগঠনের এডমিন, মডারেটস, সদস্যরা, উপস্থিত থেকে পথচারি, চালক ,দোকানদার ,কৃষক, মিলশ্রমিক, দিনমজুরদের মাঝে ফ্রি শরবত বিতরণ করেন।সংগঠনটি প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গেট থেকে তাদের কার্যক্রম শুরু করে উড়তলা বাজার পর্যন্ত ফ্রি শরবত বিতরণের মধ্য দিয়ে তাদের কার্য্যক্রম শেষ করে।পথচারীরা একটু খানি স্বস্তি পেয়ে অনেকে উৎসাহিত হয়,অনেকে সকল সদস্যদের জন্য দোয়া করেন,সেই সাথে এই অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠটির উওরোওর সমৃদ্ধি কামনা করেন।
ইউনিটি ব্লাড ব্যাংকের এডমিন সাংবাদিক মতিন গাজী,ইমদাদুল কায়েস মান্না,সেনা সদস্য রায়হান,আশিক,সুবহান,রাজু,মিঠুন,আকতার,তামিম,মুন্না,কামরান,আকাশ,সাইফুল,আবির,হুসাইন,সাজ্জাদ,হৃদয়,সজীব,হাবীব-সহ সংগঠনের প্রায় ৩৫জন সদস্য উপস্থিত থেকে তিব্র রোদের ভেতরে অক্লান্ত পরিশ্রম করে পথচারীদের কে একটু স্বস্তি দিতে আজকের এই ফ্রি শরবত বিতরণ কর্মসূচিটি সম্পন্ন করেন।