এস.এম দুর্জয়:
গাজীপুরের শ্রীপুরে টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন।তীব্র রোদ ও গরমে এবং বাতাসের আর্দ্রতা থাকায় ঘামও হচ্ছে। রিকশাচালক থেকে শুরু করে শ্রমজীবীরা সবাই দাবদাহ থেকে রক্ষা পেতে মাথায় পরেছেন গামছা, ক্যাপ।তাঁরা ঘন ঘন পানি পান করছেন।এই দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে পথচারীদের মধ্যে শরবত, পানি ও স্যালাইন বিতরণ করছে স্বেচ্ছাসেবী সিয়াম ফাউন্ডেশন।বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে তাপ প্রবাহ।এমন অবস্থায় রাস্তায় চলাচলকারী খেটে খাওয়া মানুষরা পড়েছে চরম বিপাকে।রিকশা-ভ্যান অথবা কর্মজীবী মানুষ একটু পরিশ্রম করলেই স্রোতের মতো তাদের শরীর থেকে ঝরে পড়ছে ঘাম।পানি স্বল্পতায় কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছে।আর তাই শ্রীপুরের গাজীপুরের জৈনা বাজারে সিয়াম ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়।সিয়াম ফাউন্ডেশন কর্তৃপক্ষ জোনাইদাল হাবীব সিয়াম জানান, দেশবাসী যখন প্রচণ্ড তাপদাহের মধ্যে অবস্থান করছেন।এমন সময় সিয়াম ফাউন্ডেশন থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।তীব্র গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষদেরকে ভুলে গেলে চলবে না।তাই শ্রমজীবি ও পথচারীদের মাঝে তরুণদের সহযোগিতায় শরবত বিতরণ করা হয়।টানা ১৫ দিন প্রচন্ড তাপদাহের কারণের মূলত এই উদ্যোগ নেয়া হয়েছে।গরমের তীব্রতা বেশি থাকলে সামনে আরও বেশ কিছুদিন এমন উদ্যোগ নেওয়া হবে।সিয়াম,হাসান,আকরামসহ আরো কয়েকজনের সহযোগিতায় এই শরবত বিতরন কর্মসূচি পালন করা হয়।