পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-
৬ষ্ঠ দফা উপজেলা নিবার্চন তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জমে উঠেছে পটিয়ার নিবার্চনী হাওয়া। ২ মে বৃহস্পতিবার পটিয়া উপজেলা পরিষদ নিবার্চনের মনোনয়ন পত্র দাখিলে শেষ দিনে চেয়ারম্যান পদে-৫, ভাইস পুরুষ চেয়ারম্যান-৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান-৬ মনোনয় ঘোষণা করা হয়েছে। গতকাল জেলা রিটা নিং কর্মকর্তা মনোনয়ন যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক প্রদীপ দাশ, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক দিদারুল আলম দিদার ও উপজেলা কৃষক লীগ আহবায়ক সৈয়দ নুরুল আবছার। ভাইস চেয়ারম্যান পদে জেলা যুবলীগের সদস্য আবু ছালেহ মো: শাহরিয়ার, উপজেলা আওয়ামী লীগ নেতা আশিষ তালুকদার, ডাক্তার এমদাদুল হাসান, পূজা পরিষদের নেতা ঝুলন দত্ত, উপজেলা আ’লীগের ত্রান বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন রাজধন, যুবলীগের প্রচার সম্পাদক সাইফুল হাসান টিটু, তরুণ আওয়ামী লীগ নেতা আলহাজ¦ নাজিম উদ্দিন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাজেদা বেগম শিরু, পটিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, বিএনপির নেত্রী আফরোজা বেগম জলি, কানিজ ফাতেমা, নুর আয়েশা বেগম,
ও উপজেলা যুব মহিলা লীগের নেত্রী সুমি দে সাথী মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়।
পটিয়া সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, তৃতীয় ধাপে পটিয়া উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। যারা মনোনয় ফরম দাখিল করেছেন তাদের যাচাই-বাছাই ৫ মে যাচাই বাছাই শেষে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিস্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। পটিয়া উপজেলায় ভোট কেন্দ্র ১২৮টি।মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৫৪৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৫ হাজার ৭৩৮জন ও নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮০৬জন।