
মতিন গাজী (স্টাফ রিপোর্টার)
যশোরের অভয়নগরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান রাজু আহমেদ কে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১২ মে) সকালে উপজেলার মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আব্দুল হাকিম, শিক্ষক মিহির কান্তি মন্ডল, নাজমুন্নাহার বেগম, শাহানাজ বেগম, নারগিস সুলতানা, মনিরুজ্জামান মিন্টু, হাবিবুর রহমান, ফরিদা পারভীন, কোহিনূর বেগম, শামীম হোসেন, হাবিবুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম কুদ্দুস,বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবক প্রমূখ।

Reporter Name 

















