শরিফ মিয়া স্টাফ রিপোর্টার :
আসন্ন জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচনকে সামনে রেখে
আজ শনিবার ১৮ মে ২০২৪ /সকাল ১১টা সময়
নয়াপাড়া লাইফ স্টার ক্লাব উদ্যোগে ঘোড়া মার্কার গণসংযোগ করেন ক্লাবের সদস্যদের নিয়ে ইউনিয়নের সাধারণ ভোটারদের দুয়ারে দুয়ারে যান এবং দোয়া ও ভোট প্রার্থনা করেন গণসংযোগ অংশগ্রহণ করেন মোঃ ছাব্বির আকন্দ ( সভাপতি যুবলীগ ৯ নং ওয়ার্ড )
মোঃ তানভীর আহমেদ শিপন ( সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড ছাত্রলীগ)
মোঃ হাসান জোদ্দার ( সাংগঠনিক সম্পাদক ৯ নং ওয়ার্ড ছাত্রলীগ)
মোঃ সেলিম ( সদস্য ৯ নং ওয়ার্ড ছাত্রলীগ)
মোঃ রিয়াদ ( সদস্য ৯ নং ওয়ার্ড ছাত্রলীগ)
মোঃ জাহিদ (সদস্য ৯ নং ওয়ার্ড ছাত্রলীগ)
মোঃ শাহীন আলম শিপন (সহ সভাপতি ৯ নং ওয়ার্ড ছাত্রলীগ)
মোঃ রাজু ( সদস্য)
মোঃ জয় ( সদস্য)
মোঃ বিজয় ( সদস্য)
মোঃ জুবায়ের (সদস্য)
সভাপতি বলেন মোঃ ছাব্বির আকন্দ আমরা নিঃস্বার্থভাবে ঘোড়া মার্কা বিজয়ী লাভের জন্য কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমার নেতাকে বিপুল ভোটে নির্বাচিত করে বিজয়ের মালা গলায় দিয়ে তবেই মাঠ ছাড়বো ইনশাআল্লাহ
এ সময় মোঃ তানভীর আহমেদ শিপন ( সাধারণ সম্পাদক বক্তব্য বলেন ভোটার দেরকে বলেন ২১মে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবুল কালাম আজাদ ভাইর ঘোড়া মার্কা পতীকে ভোট দিবেন।