পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:-
পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামে সংঘবদ্ধ চোর বসত বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকারসহ ৬ লাখ টাকার মালামাল লুট করেছে।রবিবার (২৬ মে) দিবাগত রাতে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাহাদাবাদ বিওসি রোডস্থ ভাঙ্গাপুল সংলগ্ন এলাকায় আলী আহমেদের ছেলে ব্যাংক কর্মকর্তা ও পটিয়া উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান এর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় রবিবার বিকেলে পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গৃহকর্তা পটিয়া উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান ।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ১ টা হতে ৩ ঘটিকার মধ্যবর্তী যেকোনো সময় অজ্ঞাতনামা কে বা কারা বসতগৃহের দক্ষিণ পাশে রান্নাঘরের জানালার লোহার গ্রিল কেটে চোরের দল ঘরে অনুপ্রবেশ করে বিভিন্ন কক্ষে আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে লুটপাট চালায়। চোরের দল বাড়িতে থাকা সাড়ে ৪ ভরি ৩ আনা স্বর্ণালংকার, ১,২৫,০০০ নগদ টাকা, মূল্যবান কাপড়-চোপড়, কিছু তামার জিনিসসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। গৃহকর্তা সৈয়দ মিয়া হাসান জানিয়েছেন- তিনি চট্টগ্রাম শহরে ছিলেন। এছাড়া মা সাজেদা বেগম অসুস্থ এক আত্মীয়কে দেখার জন্য ঘরে তালা দিয়ে পৈত্রিক বাড়িতে গিয়েছিলেন। এ সুযোগে চোরের দল পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা সংগঠিত করেছে।
সৈয়দ মিয়া হাসান আরও জানান- চোরের দল বাড়ির সব কিছুই লুট করে নিয়েছে। এতে তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ চুরির ঘটনায় স্থানীয় বখাটে, সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় বিভিন্ন বাড়িতে একের পর এক চুরির ঘটনা সংগঠিত হচ্ছে। এ কারণে এলাকার লোকজন আতংকে রয়েছেন।
রবিবার ঘটনাস্থলে যান পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি জানিয়েছেন- চোরের দল ওই বাড়ি থেকে বেশ কিছু মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় কারো সম্পৃক্ততার বিষয়ে জানা গেলে তথ্য দেওয়ার জন্যও তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন।