আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলায় ঘুর্ণিঝড় রিমেলের আঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। রিমালে আঘাত হানার পর থেকে ত্রাণ বিতরণ শুরু হলেও এখনও ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
রিমালে উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আড়পাংগাশিয়া ইউনিয়ন, গুলিশাখালী ইউনিয়ন, চাওড়া ইউনিয়ন ও আমতলী পৌর শহরের পায়রার পাড়ে বসবাস করা লোকজন। এসব এলাকায়
উপজেলা প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের টীম, বেসরকারি সংস্থা এনএসএস,ওয়ার্ল্ড ভিশন, ইসলামিক রিলিফ ও জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন এর পক্ষ থেকেও ত্রাণ বিতরণ করা হচ্ছে।
গতকাল ২৯ মে বুধবার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের পশরবুনিয়া,গোপখালী সহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। এ সময় উপস্থিত সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারিক হাসান,ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ,ইউপি সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আজও ইউপি চেয়ারম্যান ইউনিয়নের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত লোকজনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করেন।
ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন,ঘুর্নিঝড় রিমাল শুরু হওয়ার পর থেকে অত্র ইউনিয়নের ক্ষতিগ্রস্ত লোকজনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।