এস.এম দুর্জয়:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রীপুর উপজেলা বিএনপি’র আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(৮ জুন)বিকেলে উপজেলার টেংরা বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো:শাজাহান ফকিরের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব,গাজীপুর জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা:শফিকুল ইসলাম।গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন মন্ডল,উপজেলা বিএনপির সাংগঠনিক নজরুল ইসলাম,মাওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ সরকার,গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য শরিফুল ইসলাম সরকার,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিক আকন্দ,উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ,এসময় আরো উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক।
সাবেক উপজেলা জাসাসের সভাপতি শামীম আহমেদ প্রধান,তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এস এম সুজনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।