
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কাপাসিয়া ও গাজীপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) দুপুরে উপজেলা মৈশন উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন মাঠে ও ৩ জুন গাজীপুর সদরের পূর্ব ডগরী উওরপাড়া মসজিদে পাশে কৃষক ও কৃষাণী নিয়ে এ অনুষ্ঠান হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার রেহানা সুলতানার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক,মৈশন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান , উপ-সহকারী কৃষি অফিসার সামসুন্নাহার ও মোঃ আব্দুল কালাম সহ তরগাঁও ইউনিয়ন মৈশন ও উত্তর খামের গ্রামের ১৫০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন । তাছাড়া গাজীপুর সদরের পূর্ব ডুগরী আইপিএম মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সদরের কৃষি অফিসার হাসিবুল হাসান,অতিরিক্ত কৃষি অফিসার এরিনা,উপসহকারী কৃষি অফিসার সানিয়া সুলতানা। দ্বিতীয় পর্বে ১৫০ জন কৃষকদের সন্মানি ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।
কৃষক কৃষাণীদের উদ্দেশ্যে করে গাজীপুর সদরের কৃষি অফিসার হাসিবুল হাসান ও কৃষি অফিসার সুমন কুমার বসাক বলেন আপনাদের কোন পতিত জমির যেন খালি না থাকে সেখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের মসলা চাষ করে খাওয়ার পাশাপাশি বাণিজ্যিকভাবে বিক্রি করে অনেক মুনাফা অর্জন করতে পারবেন । ধান চাষের পাশাপাশি বিভিন্ন জাতের ফলের গাছ ও মসলা উৎপাদন করে দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখতে পারেন আপনারা।যে দেশ কৃষিতে স্বয়ং সম্পন্ন সে দেশ তত উন্নত । তিনি আরো বলেন দেশে মসলার উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে।