শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী মীম আক্তারকে (১৭) শ্বাসরোধে হত্যার ঘটনায় আসামী স্বামী আল-আমিনকে (২৪) জামালপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে র্যাব পোড়াবাড়ী কার্যালয়ে ক্যাম্পের কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম সংবাদ সম্মেলনে বিষিয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (২৬ জুন) রাত সাড়ে ৮টায় জামালপুর সদর উপজেলার ফৌজদারি মোড় এলাকা তাকে গ্রেফতার করে।
মীম আক্তার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুলকান্দি (ছোট বেড়া খারুয়া) গ্রামের ইউসুফ আলী খানের মেয়ে। স্বামী আল-আমিন টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কালাই গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে স্ত্রীকে নিয়ে আব্দুস সামাদের বাসার তিন তলার একটি কক্ষ ভাড়া নিয়ে স্থানীয় সাদ টেক্সটাইল কারখানায় চাকরী করতেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুছ স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত তিন মাস আগে আল-আমিন তার স্ত্রী মীম আক্তারকে নিয়ে ওই বাড়ীর তিন তলার একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। বুধবার দুপর ১২টা থেকে ২টার মধ্যে সে তার স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে দরজা বাহির থেকে তালা মেরে চলে যায়।