কাজী আব্দুল্লাহ্ আল সুমন, শ্রীপুর, গাজীপুরঃ
২ জুলাই মমঙ্গলবার অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এড. মোঃ জামিল হাসান দূর্জয় উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে উনার প্রয়াত পিতা, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব এড. মোঃ রহমত আলীর কবর জিয়ারত ও দোয়া করেন।
পরে উনার বোন প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী এমপিকে সাথে নিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতীতে পুষ্প স্তবক অর্পণ করেন।
পুষ্প স্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের মাসিক সভায় অংশগ্রহণ করেন। মাসিক সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এড মোঃ জামিল হাসান দূর্জয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উনার বোন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, গাজীপুর ৩ আসনের সাংসদ অধ্যাপক রুমানা আলী এমপি। মাসিক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শোভন রাংশা, সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এড মোঃ সামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমান, শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আকবর আলী খান বিপিএম, উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা ককর্মকর্তা ডা. প্রণয় ভূষন দাস, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাছির মড়ল, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান, সাব-রেজিস্ট্রার উসমান গণী মন্ডল, উপজেলা পরিষদের সকল দাপ্তরিক প্রধান, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পৃন্ট, টিভি ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।