গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় একটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে বসতবাড়ীতে হামলা চালিয়েছে একেই গ্রামের মৃত ছমুর উদ্দিনের ছেলে জয়নাল কাজী,আফাজ উদ্দিনের ছেলে কবির হোসেন,বিল্লাল হোসেনের ছেলে ইয়াসিন,জয়নাল কাজীর ছেলে কাওসার,মৃত দুস্ত কাজীর ছেলে হারিছ মিয়াসহ অজ্ঞাত নামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।সোমবার( ৯ সেপ্টেম্বর)সকালে এঘটনা ঘটেছে শ্রীপুর উপজেলার তেলিহাটি গ্রামের মৃত ছমুর উদ্দিনের ছেলে কাজল কাজীর বসতবাড়িতে।উল্লেখ যে অভিযোগ সূত্রে জানা যায় কাজল কাজীর বসতবাড়ীতে আসা যাওয়ার চলাচলের রাস্তা বন্ধ করে তাদের উপর অতর্কিত হামলা,মারধরসহ বসতবাড়িতে ভাংচুর ও হামলা চালিয়েছে নব্য বিএনপির নেতা পরিচয়ধারী জয়নাল কাজী গং।এতে শ্রীপুর মডেল থানায় গত (৯ সেপ্টেম্বর)একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।উল্লেখ যে অভিযোগ সূত্রে আরো জানা যায় জমিসংক্রান্ত বিষয়াদি পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার ৯ সেপ্টেম্বর সকালে ভুক্তভোগী কাজল কাজী ও তার পরিবারসহ অন্যান্যদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে অভিযুক্ত বিবাদীরা।
অভিযুক্ত বিবাদীরা যোগসাজশে পূর্ব পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে বলে জানা যায়,বেআইনিভাবে কাজল কাজীর পৈত্রিক সম্পত্তিতে প্রবেশ করে বনজ ও ফলজ বিভিন্ন প্রজাতির গাছসহ সবজি বাগানে কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার সকালে কাজল কাজীর মেয়ে পলী আক্তার শ্রীপুর বিশ্ববিদ্যালয় সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছে।প্রতিদিনের মতো সোমবার সকালেও কলেজে যাওয়ার জন্য বাড়ির থেকে বেরিয়ে দেখে রাস্তা বন্ধ বাঁশ তাঁর খুটি দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে অভিযুক্তকারীরা।প্রতিবাদ করায় কাজল কাজী ও তার কলেজ পড়ুয়া শ্রীপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী পলি আক্তারকে বেদম মারধর করে,অতর্কিত হামলা চালায়।কলেজ পড়ুয়া পলি আক্তার ভয় পেয়ে অজ্ঞান হয়ে পরে।আজ ২/৩ দিন ধরে সে কলেজ যেতে পারছে না তাকে প্রাণে মারার হুমকি দেয় জয়নাল ও ইয়াসিন গং।কাজল কাজী বলেন,অভিযুক্ত বিবাদীরা যোগসাজশে পূর্ব পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে।বেআইনিভাবে আমার পৈত্রিক সম্পত্তিতে প্রবেশ করে বনজ ও ফলজ বিভিন্ন প্রজাতির গাছ সহ সবজি বাগানে কেটে ফেলেছে।অজ্ঞাতনামা সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক অনাধিকার প্রবেশ করে এলোপাতাড়ি ভাবে আমার কলেজ পড়ুয়া মেয়ে পলি আক্তার তার শিক্ষা প্রতিষ্ঠান যাওয়ার পথে তাকে মারধর করে এবং চলাচলের রাস্তা বন্ধ করে দেয় অভিযুক্ত বিবাদীরা।আমরা প্রতিবাদ করায় দা,ছুরি,লোহার রড,লাঠিসোঁটা দিয়া আমাকে ও আমার পরিবারসহ একমাত্র মেয়ে পলি আক্তারকেও বেধম মারধর করে এবং বিভিন্ন প্রজাতির গাছপালাসহ সবজি বাগান কর্তন করে এতে ক্ষতি সাধন প্রায় ৫০ হাজার টাকা।ভুক্তভোগী কাজল কাজী আরো জানান জয়নাল কাজী ও ইয়াসিন গং তারা আরো কয়েকজন সন্ত্রাসী বাহিনী নিয়া আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় এবং আমাদের উপর মারধরসহ বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করিয়া হামলা ও ভাংচুর করে।আমাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসী ভূমি দস্যুরা পালিয়ে যায়।অভিযুক্ত বিবাদীরা যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আমার ও আমার পরিবারের ক্ষতি সাধন করতে পারে।এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান।প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন,সঠিক তদন্ত সাপেক্ষে বিচার এবং শাস্তির দাবী জানান ভুক্তভোগী পরিবার।