মতিন গাজী (স্টাফ রিপোর্টার)
যশোরের অভয়নগরের মশরহাটী গ্রামের ভৈরব ব্রিজের পাশে বসতবাড়িতে শুক্রবার রাত সাড়ে ১২ টার সময় একদল সন্ত্রাসী প্রবেশ করে রাতের আধারে ৩ জনকে কুপিয়ে ফেলে রেখে যায়। বাড়ির লোকজনের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে অভয়নগর হাসপাতালে নিয়ে গেলে মতিয়ার বিশ্বাস (৪৫) কে কর্তৃব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। মারাত্মক জখম অবস্থায় অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে পাঠিয়ে দেয়। আহতরা হলেন, একই গ্রামের আঃ হালিম (৩৪) ও সোহরাব হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩৮)।নি
হতের স্ত্রী মিম খাতুন জানায়, হঠাৎ একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে প্রবেশ করে আমার স্বামীকে পাশের বাড়ির হালিম ও মনিরুলকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমার স্বামী মতিয়ার প্রাণ বাচাতে দৌড়ে পালাতে গেলে সন্ত্রাসীরা তাকে মাটিতে ফেলে দিয়ে কোপাতে থাকে। আমার স্বামী নিস্তেজ হয়ে গেলে মৃত্যু নিশ্চত করে পালিয়ে যায়। তার নাড়িভুড়ি বের হয়ে যায়। অপর দুইজনকে একই ভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মতিয়ারকে মৃত ঘোষনা করে ও অপর দুইজনকে খুলনা মেডিকেলে পাঠিয়ে দেয়।
এব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।