নজরুল ইসলাম,গাজীপুর:
জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে জয়দেবপুর থানার উদ্যােগে পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসুল্লির সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে দেশের বর্তমান পরিস্থিতি ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম ও বিশেষ অতিথিদের উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম।
আরো অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদুল কবীর মোনায়েম,গাজীপুর সদর উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন , গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম,পিরুজালী ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান বেপারী,ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও পিরুজালী ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মোঃ মাজহারুল ইসলাম,৯নং ওয়ার্ল্ড সভাপতি মিনহাজ,পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ চন্দ্র দাস,প্রতিষ্ঠাতা আহ্বায়ক পিরুজালী ইউনিয়ন ছাত্রদল ছাত্র বিষয়ক সম্পাদক সদর উপজেলা বিএনপি আতিকুল ইসলাম আতিক, গাজীপুর সদর উপজেলা বিএনপি নাসিমা আক্তার, পিরুজালী ইউনিয়ন বিএনপি সবি আক্তার, পিরুজালী ইউনিয়ন বিএনপি মুক্তারুজ্জামান আকন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উক্ত বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন।