নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটে। পুরুষ শূন্য জামান ওরফে ধলা মেম্বারসহ কয়েকটি বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সকল বাড়ীর ভুক্তভোগী মহিলারা ২২ সেপ্টেম্বর (রবিবার) প্রতিপক্ষ একই গ্রামের আকছেদ শেখ (৪০), মান্নু শেখ ৩৮), মাকছুদ শেখ ৩৭), আহাদ শেখ ও বুকার শেখসহ ১৩ জনের বিরুদ্ধে কালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ইমামুল মোল্যার স্ত্রী সাদেকা বেগম(৪২), ইব্রাহীম মোল্যা মাজুরা বেগম ৩২), শরিফুল মোল্যার স্ত্রী আদরী বেগম (২৫), রওশন মোল্যার স্ত্রী আয়শা খাতুনা(২৪),
ও জামান হোসেন ধলা মেম্বারের স্ত্রী কনিকা বেগম(৩০) লিখিত অভিযোগে জানান, অভিযুক্তরা গত ০৫ আগস্ট থেকে তাদের
উপর নানা অত্যাচার চালাচ্ছে, বাড়ির সব পুরুষ সদস্যারা ব্যক্তিগত সমস্যার কারণে বাড়ির বাইরে আছে। সেই সুযোগে অভিযুক্তরা তাদের বাড়িঘরে ঢুকে মালামাল লুট করে নিয়ে যাচ্ছে, নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে বুড়িখালি মোড়ে থাকা তাদের দোকানেও তারা লুটপাট ও ভাংচুর করেছে। এ ছাড়া পুরুষ শূন্য বাড়ীতে মহিলারা বাচ্চারা থাকায় রাতেও দেশীয় অস্ত্রসহ বাড়ীর আশেপাশে ঘোরাঘুরি করে অকথ্য ভাষায় গালিগালাজসহ ইজ্জত হরন ও প্রান নাশের হুমকি দিয়ে চলেছে। এ সমস্ত ঘটনা সিসি ক্যামেরায় ধারন করেছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন
ভুক্তভোগীরা। তাই নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।