মতিন গাজী (স্টাফ রিপোর্টার)
যশোরের অভয়নগরে ঘাটশ্রমিক মতিয়ার রহমান বিশ্বাস ওরফে মতি বিশ্বাস হত্যা মামলায় এজাহারভুক্ত আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো. ইকরামুল ইসলাম ওরফে একরাম শেখ (২৮) অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামের আব্দুল হকের ছেলে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলার কয়রা থানার মহেশ^রীপুর গ্রামে অভিযান চালিয়ে আসামির ভাইরাভাই মো. তোফাজ্জেল গাজীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে প্রেস নোট দিয়েছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম।
এর আগে গত শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে একই মামলার এজারভুক্ত দুই আসামি মশরহাটী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন আল-আজাদ (৪০) ও বুইকারা গ্রামের গরুহাটা এলাকার মৃত শাহাদৎ শিকদারের ছেলে মোয়াজ্জেম শিকদারকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। এপর্যন্ত মতিয়ার হত্যা মামলায় এজাহারভুক্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সকালে খুলনা জেলার কয়রা থানার মহেশ^রীপুর গ্রামে অভিযান চালিয়ে আসামির ভাইরাভাই মো. তোফাজ্জেলের বাড়ি থেকে মো. ইকরামুল ইসলাম ওরফে একরাম শেখকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করাসহ ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মশরহাটী গ্রামে ভৈরব সেতু সংলগ্ন আব্দুল কুদ্দুসের চায়ের দোকানের সামনে মতিয়ার রহমান বিশ্বাসকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার একদিন পর নিহতের স্ত্রী রাবেয়া খাতুন মিম বাদি হয়ে ২০-২৫ জন দুষ্কৃতিকারির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। অভয়নগর থানার মামলা নং-১০।