নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন যুবদলের আয়োজনে বলাকা মার্কেটের সামনে থেকে একাটি র্যালী কানসাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়ে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর রবিবার বিকালে কানসাট বলাকা মার্কেটে কানসাট ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক রাজু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এরশাদ বিশ্বাস এসময় বক্তব্য রাখেন কানসাট ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ময়েজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রুবেল আলীসহ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে নেতাকর্মী উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এরশাদ বিশ্বাস বলেন, বিগত দিনে কানসাট ইউনিয়ন বিএনপির ঘাট হিসেবে পরিচিত ছিল সামনের দিনেও বিএনপির ঘাঁটি হিসেবে থাকবে বলে জানান । এ সময় তিনি আরো বলেন সবাইকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে হবে যাতে স্বৈরাচারের আওয়ামী লীগ কোনদিন রাজনীতিতে ফিরতে না পারে।