মোঃ রাসেল হুসাইন নড়াইল :
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে ৩০ অক্টোবর বুধবার আগদিয়া বাজারে রাত ৮ টাই আনুষ্ঠানিক ভাবে) উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দদের গণ সংবর্ধনা দেওয়া হয়।
গত ২৭ অক্টোবর ২০২৪ নড়াইল সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে নির্বাচিত হয়েছেন সভাপতি মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম নির্বাচিত হন।
ইউনিয়ন বিএনপির আহবায়ক বক্কার বিস্বাসের সভাপতিত্বে টিটাব মোল্যার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুদুর রহমান মিনা,আগদিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ বিশ্বাস, ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল বিশ্বাস,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তসরিকুল মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা সেলিম মিনা,ইউনিয়ন যুবদল নেতা আনিস বিশ্বাস সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।