শরিফ মিয়া জামাল পুর,,,
জামালপুরের ইসলামপুরে জেসমিন প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটরদের বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১অক্টোবর) ইসলামপুর মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে ২৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর, তিন দিনব্যাপী উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন জেসমিন প্রকল্পের আওতায় ইসলামপুর উপজেলার ১৮ জন এবং মেলান্দহ উপজেলার ১৬ জন কমিউনিটি ফ্যাসিলিটেটরদের অংশগ্রহণ ওরিয়েন্টেশন সমাপ্তি করেন।
প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম গতিশীল করার জন্য পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেসমিন প্রকল্পের ফাইনান্স এন্ড এডমিন ম্যানেজার জেমস হীরক অধিকারী, নিউট্রিশন স্পেশালিস্ট নাহিদা ইসলাম, ভ্যালুচেইন স্পেশালিস্ট খন্দকার মোঃ রুহুল আমিন, এগ্রিকালচার স্পেশালিস্ট পরিমল সরকার, টেকনিকাল স্পেশালিস্ট (কমিউনিকেশন ডকুমেন্টেশন এন্ড এডভোকেসি) মোঃ কাওনান মোরছালিন, এমএন্ডই ম্যানেজার মোঃ মুসা মোফাখ্খারুল ইসলাম হিরো, জেন্ডার স্পেশালিস্ট অনুসুয়া ভট্টাচার্য্য, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম মোল্লা, জেসমিন প্রকল্পের পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল প্রমুখ।