পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-
চট্টগ্রামের পটিয়া- কর্ণফুলী শিকলবাহা খাল থেকে গৃহবধূ দিলরুবা বেগম পীপা (৩৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধুর স্বামী আবদুল আলীম প্রকাশ আলম (৪৪) কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে কর্ণফুলী থানায়। গতকাল ১লা নভেম্বর শুক্রবার রাতে কর্ণফুলী থানায় নিহত দিলরুবা বেগম এর ভাই মোহাম্মদ সেলিম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন মামলা নং ০২/২৪ ইং।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।গৃহবধূ দিলরুবা বেগম এর স্বামীর বাড়ি পটিয়া পৌরসভা এলাকা হলেও বর্তমানে নগরীর লাভ লেইন শিরীন ভবনে বসবাস করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নগরীর বাকলিয়া এলাকার হাজী মহসিনের মেয়ের সাথে পীপার সাথে ২০১০ সালে আবদুল আলিমের বিয়ে হয়। তাঁদের ঘরে এক ছেলে ও মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই আলিম বিভিন্ন ঠুনকো বিষয় নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন করতেন দিলরুবা বেগম কে। বেশকয়েকবার এ-সব বিষয়গুলো সামাজিকভাবে সমাধানের চেষ্টাও করা হয়।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৭ অক্টোবর রাতে আলিম দিলরুবা বেগম এর
ভাইকে কল দিয়ে জানায় তাদের বোনকে পাওয়া যাচ্ছে না। এরপর দিলরুবা বেগম পীপার ভাইরা বিভিন্ন জায়গায় খোঁজ করেন। গত বৃহস্পতিবার দুপুরে কালারপোল ব্রীজের নিচ থেকে এক নারীর লাশ উদ্ধারের ঘটনা শুনে পীপার পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে বোনের লাশ শনাক্ত করেন। এর আগে দিলরুবা বেগম পীপার স্বামী আলীম কোতোয়ালী থানায় (বৃহস্পতিবার) নিখোঁজ ডায়েরি করেন। এজাহারে বাদি জানান, তার বোনকে স্বামী আলিমই খুন করে তার লাশ গুম করতে খালে ফেলে দিয়েছেন বলে উল্লেখ করেন।