মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বণিক সমবায় সমিতির সভাপতি আখতারুজ্জামানের সঞ্চালনায় ও উপজেলা সমবায় অফিসার আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসের সরকারি পরিদর্শক শফিকুল ইসলাম, উজ্জ্বল কুমার কবিরাজ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মিঠুন দত্ত, মান্দা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদুল তুহিন, সহ-সভাপতি আপেল মাহমুদ, নওগাঁ মাল্টিপারপাস্ কো-অপারেটিভ এর ম্যানেজার বেদারুল ইসলাম, জোতবাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোজাহারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সম্রাট, আজিজ কো-অপারেটিভ এর শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমূখ।